Mailing List
Sign up for our mailing list to get latest updates and offers.
18 শতকের শেষের দিকে ঢাকার আর্মেনিয়ানদের জন্য একটি বিলিয়ার্ড ক্লাব ছিল। যার নাম দিয়েছে আন্তাঘর এলাকাবাসী। বিলিয়ার্ড বলকে স্থানীয়রা আন্তা বলে ডাকত। সেখান থেকে 'অন্তঘর' শব্দটি এসেছে। ক্লাব হাউস সংলগ্ন একটি মাঠ ছিল আন্তাঘর ময়দান নামে পরিচিত। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতের শাসন গ্রহণের পর, ঢাকা বিভাগের কমিশনার এ বিষয়ে একটি ঘোষণা পাঠ করেন। সেই থেকে এই জায়গার নাম হয় 'ভিক্টোরিয়া পার্ক'। 1957 সাল পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর, ব্রিটিশ শাসকরা প্রহসনমূলক বিচারে অনেক বিপ্লবী সিপাহীকে ফাঁসি দেয়। এরপর মানুষকে ভয় দেখানোর জন্য সিপাহীদের লাশ এনে এই মাঠের বিভিন্ন গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়। 1957 সালে (পর্যায়ক্রমে 1961) সিপাহী বিদ্রোহের শতবর্ষ পূর্তি উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয় এবং পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। ব্রিটিশ শাসনের অবসান এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের শাসন পুনরুদ্ধার করতে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তাই তার নামানুসারে এর নামকরণ করা হয় 'বাহাদুর শাহ পার্ক'।