পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার

0 Review
Description

পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার: সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার বদলগাছি উপজেলার অর্থাৎ নওগাঁ জেলার সবচেয়ে গৌরবময় দর্শনীয় স্থান। পাহাড়পুর বৌদ্ধ বিহার বর্তমান পাহাড়পুর ইউনিয়ন পরিষদের অধীন পাহাড়পুর গ্রামে অবস্থিত। পাহাড়পুরের আধুনিক নাম সোমপুরের প্রাচীন নাম। বাংলাদেশে সপ্তম শতাব্দীতে (৭৭০-৮১০ খ্রিস্টাব্দে) বৌদ্ধ ধর্মীয় পাল রাজবংশ প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টীয় ৮ম ও ৯ম শতাব্দীতে পাল রাজবংশের দ্বিতীয় ও তৃতীয় রাজা ধর্মপাল এবং তার পুত্র দেবপাল বাংলা, বিহার ও কনৌজ পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ ধর্মের চরম উৎকর্ষের যুগে তাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এই পাহাড়পুর বিহার ও মন্দির নির্মিত হয়েছিল। ঐতিহাসিক ও ভৌগোলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তূপে পরিণত হলেও আজও এই বিশাল মন্দিরটি এশিয়ার সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ মন্দির হিসেবে গর্বের সাথে দাঁড়িয়ে আছে।

 

পাহাড়পুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি কক্ষ ছিল। পাহাড়পুর বুদ্ধ বিহার মোট 70.31 একর জমির উপর অবস্থিত। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি জাদুঘর, একটি বিশ্রামাগার এবং কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছে। 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত খননের ফলে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বিহারের পূর্ব দিকে সত্যপীরের বাড়ি এবং মন্দিরের আশেপাশের কক্ষ এবং সম্পূর্ণ ধ্বংসাবশেষ আবিষ্কার করে। এর কেন্দ্রে প্রধান বিহার এবং এর চারপাশে 198টি বাসযোগ্য কক্ষ, প্রশস্ত প্রবেশপথ, অসংখ্য বিনোদন স্টল, ছোট মন্দির, পুষ্করিণী অবস্থিত। মন্দিরটির দৈর্ঘ্য উত্তর থেকে দক্ষিণে 357 ফুট এবং পূর্ব থেকে পশ্চিমে 314 ফুট। মূল মন্দিরটি এর মাঝখানে অবস্থিত। সন্ধ্যাবর্তি ছিলেন এখানকার রাজার কন্যা। চিত্তাকর্ষক স্থাপত্যের আকার এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে পাহাড়পুর বুদ্ধ বিহার আজ বিশ্বের প্রাচীনতম সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃত। এটি সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

 

পাহাড়পুরের পাথরের গর্তে ৬৩টি মূর্তি দেখা যায়। মন্দিরের মাঠে অনেক প্রাণীর মূর্তি পাওয়া যায়। মূল জমি থেকে বিহারের উচ্চতা প্রায় ৭২ ফুট। পাহাড়পুরকে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট সংস্করণ হিসাবে বর্ণনা করা যেতে পারে। প্রতি বছর অনেক দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ মানুষ এখানে ভিড় জমায়।

 

স্থান

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত

 

কিভাবে যাব

নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে সরাসরি বাসে করে ঐতিহাসিক পাহাড়পুর যাওয়া যায় আনুমানিক দূরত্ব 32 কিমি বাস ভাড়া- 30-40 টাকা

Reviews

0/5

Not Rated
From 0 review
Excellent
0
Very Good
0
Average
0
Poor
0
Terrible
0
No Review
You must log in to write review
SAVE 14%
From $14.00 $12.00
Start Date
{{start_date_html}}
Guests

Extra prices:

({{type.price_type}})
{{type.price_html}}
({{type.price_type}})
{{ type.price }}%
{{ formatMoney(type.price) }}
  • {{total_price_html}}
  • {{pay_now_price_html}}

Md. Ibrahim Khalil Verified

Member Since Jun 2022

from
$14.00 $12.00
0 Review