মুজিবনগর স্মৃতিসৌধ

Description

স্মৃতিসৌধটি 23টি ত্রিভুজাকার দেয়াল নিয়ে গঠিত। যা একটি বৃত্তাকার পদ্ধতিতে সাজানো হয়। 23 দেয়াল আগস্ট 1947 থেকে মার্চ 1971 - এই 23 বছর স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রথম দেয়ালটি 9 ফুট 9 ইঞ্চি উচ্চ এবং 20 ফুট লম্বা। প্রতিটি পরবর্তী প্রাচীর ক্রমান্বয়ে 1 ফুট দৈর্ঘ্য এবং 9 ইঞ্চি উচ্চতা বৃদ্ধি পায়। যার মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতার জন্য ৯ মাস যুদ্ধ করেছে। শেষ প্রাচীরটি 25 ফুট 6 ইঞ্চি উচ্চ এবং 42 ফুট লম্বা। প্রতিটি দেয়ালে অসংখ্য গর্ত রয়েছে যা পাকিস্তানি শাসকদের নৃশংসতার নিদর্শন হিসেবে প্রদর্শিত হয়।

 

স্মৃতিসৌধের মাটি থেকে 2 ফুট 6 ইঞ্চি উপরে বেদীটিতে অসংখ্য বৃত্তাকার বৃত্ত রয়েছে যা 1 লাখ বুদ্ধিজীবীর মাথার খুলির প্রতিনিধিত্ব করে।

 

স্মৃতিসৌধের মাটি থেকে 3 ফুট উপরে বেদীটিতে 3 মিলিয়ন শহীদ এবং মায়ের সম্মানে ঐতিহাসিক প্রতিশ্রুতি এবং স্মৃতি প্রকাশ করে অসংখ্য পাথর রয়েছে। পাথরের মাঝখানে 19টি লাইন তৎকালীন পূর্ব পাকিস্তানের 19টি জেলাকে নির্দেশ করে।

 

স্মৃতিসৌধের বেদিতে ওঠার জন্য 11টি ধাপ রয়েছে। যার দ্বারা মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

 

স্মৃতিসৌধের প্রধান ফটকে যাওয়ার রাস্তাটি মূল স্মৃতিসৌধের রক্তের সাগর নামক ঢাল ছুঁয়েছে। এখানে ভাষা আন্দোলনের প্রতীকী অর্থে রাস্তা ব্যবহার করা হয়েছে।

 

কিভাবে যাব-

 

রাজধানীর সঙ্গে সরাসরি বাস যোগাযোগ রয়েছে। আন্তঃজেলা বাস যোগাযোগ রয়েছে। মেহেরপুর জেলায় যাতায়াতের জন্য গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি বাস পাওয়া যায়। নন এসি বাসের ভাড়া ৪৫০ থেকে ৫০০ টাকা এবং এসি বাসের ক্ষেত্রে ৮০০ থেকে ১২০০ টাকা।

সড়কপথে মেহেরপুর জেলা সদর থেকে মুজিবনগর আম্রকাননের দূরত্ব ১৮ কিমি: মি:।  লোকাল ট্রান্সপোর্ট টেম্পু/লছিমন/করিমনের সাহায্যে যাওয়া যায়। মেহেরপুর সদর থেকে বাসের ভাড়া ২৫-৩০ টাকা।

Location
Reviews

0/5

Not Rated
From 0 review
Excellent
0
Very Good
0
Average
0
Poor
0
Terrible
0
No Review
You must log in to write review
SAVE 8%
From 1,200.00৳ 1,100.00৳
Start Date
{{start_date_html}}
Guests

Extra prices:

({{type.price_type}})
{{type.price_html}}
({{type.price_type}})
{{ type.price }}%
{{ formatMoney(type.price) }}
  • {{total_price_html}}
  • {{pay_now_price_html}}

Md. Ibrahim Khalil Verified

Member Since Jun 2022

from
1,200.00৳ 1,100.00৳
0 Review